উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ৭:৫৫ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলায় ভোটার তালিকায় নাম ওঠাতে এসে আটক হয় নুরুল ইসলাম (২৩) নামে এক রোহিঙ্গা যুবকে আটক কয়া হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ. এম. গোলাম মোস্তফা।

তিনি জানান, রোববার বিকেলে রোহিঙ্গা যুবক উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়।

তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে ধারণা করা হয় তিনি রোহিঙ্গা। জিজ্ঞাসাবাদের সে স্বীকার করে সে রোহিঙ্গা। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।

আটক রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম জানায়, গত রমজান মাসে সে কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে বাইরে আসে। এরপর আর ক্যাম্পে ফিরে না গিয়ে ঝালকাঠির সাইফুল ইসলাম তোতা নামে একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন অফিসে এসে ভোটার হতে চাইছিলাম।

পাঠকের মতামত

ট্রাকচাপা দিয়ে হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টা, ড্রাইভার ও হেলপার আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা করার ...

চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ...