বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের টমেটো এবং সাইকেলে চড়ে কাগজ বিলি করার দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। অমিতাভ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দুটি শেয়ার করলেও এর কারণ খোলাসা করেননি তিনি।
অমিতাভ লিখেছেন, আজ টমেটো বিক্রি করলাম। সাইকেলে করে খবরের কাগজও বিলি করলাম। দাঁড়িপাল্লা ও সাইকেলের রূপ অনেকদিন পরে দেখলাম। আপনার ক্ষমতার বাইরে কখনও কিছু ভাববেন না। ভাই আমার, যে কোনো অবস্থা যে কোনো সময়ে আসতে পারে।
এই ছবি দুটি তার নতুন সিনেমা বা কোনো বিজ্ঞাপনের ছবি কি না, তা নিয়ে জল্পনায় মেতেছেন অমিতাভ ভক্তরা। কেউ কেউ জিজ্ঞাসা করছেন, এগুলি তার পরবর্তী ছবি ‘থাগস অফ হিন্দুস্থান’-এর কি না। তবে এখনও সে উত্তর দেননি তিনি।
পাঠকের মতামত