ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৭/২০২৪ ১০:৫০ এএম

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উখিয়া উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে আবারো ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বাড়ি ঘরে পানি তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধনসহ বীজ তলা ও সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে।

বুধবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে উপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হলদিয়া পালং ও জালিয়া পালং ইউনিয়নের ২০টি গ্রামে বিপদ সীমানার উপরে উঠেছে।পানিতে তলিয়ে যাওয়াই নষ্ট হয়েছে ঐ এলাকার বীজতলা ফলে ভীষণ ক্ষতির মধ্যে রয়েছে স্থানীয় কৃষকরা।
ভারী বর্ষণে নষ্ট হয়েগেছে শতাধিক পানের বর ও ক্ষেত খামার, আর পানিতে তলিয়ে নষ্ট হয়েছে ২০ টির বেশি কাঁচা রাস্তা। স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার রাতে বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান এস এম ইমরুল কায়েস চৌধুরী জানিয়েছেন এক সপ্তাহের ব্যবধানে টানা বৃষ্টিতে হলদিয়া পালং ইউনিয়নে আবারও বন্যা সৃষ্টি হয়েছে, দশটি গ্রামে অন্তত আট হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
উখিয়া উপজেলার নির্বাহী অফিসার তানভীর হোসাইন জানিয়েছেন অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উখিয়া উপজেলায় হলদিয়া পালং ও জালিয়া পালং এ অধিকাংশ এলাকায় বন্যা সৃষ্টি হয়েছে।বন্যাতে পাহাড় ধস সর্তকতা করতে মাইকিং করে প্রচার করা হচ্ছে। ইউনিয়নের সকল সাইক্লোন সেন্টার গুলো খোলা রাখা হয়েছে

পাঠকের মতামত

বর্ষায় পাহাড়ি ঢলে কক্সবাজার-চট্টগ্রাম রেললাইন বন্ধ হওয়ার শঙ্কা

পর্যটন জেলা কক্সবাজারের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেললাইন চালু হওয়ার আগেই একবার পাহাড়ি ঢলে বেঁকে গিয়েছিল। কিন্তু ...

ইউনিয়ন হাসপাতালের একটি লোভি চক্রের ষড়যন্ত্রের শিকার কক্সবাজারে হাসপাতাল তৈরীর কারিগর নুরুল হুদা

পর্যটন রাজধানী কক্সবাজারে যাদের মহৎ চিন্তার বাস্তবায়নে সমাজের উন্নয়ন হচ্ছে, মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসছে, যাদের ...