
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছে। লাখ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন। হামলার জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছ পশ্চিমা দেশগুলো। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকা দেবে না লিথুয়ানিয়া।
দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েনের বরাতে লিথুয়ানিয়ান ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন ৩ মার্চ এ তথ্য জানানো হয়।
সম্প্রতি লিথুয়ানিয়ার সরকার বাংলাদেশে ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ ফাইজারের টিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।
গত বুধবার সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবের পক্ষে ১৪১টি দেশ ভোট দেয়। বাংলাদেশ, ভারতসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল। পাঁচটি দেশ রাশিয়ার পক্ষে ভোট দান করে।
অন্যদিকে, ঢাকায় রাশিয়া দূতাবাস জানিয়েছে, রাশিয়া বাংলাদেশ থেকে আলু নেবে। বাংলাদেশ থেকে আলু আমদানিতে রাশিয়ায় যে নিষেধাজ্ঞা ছিল, তা গত ৫ মার্চ প্রত্যাহার করা হয়েছে।
পাঠকের মতামত