সকাল ১০ ঘটিকায় মিরপুর- ১ এ অবস্থিত সমতা মডেল হাই স্কুলে রাউন্ড টেবিল বাংলাদেশ ও রাউন্ড টেবিল অস্ট্রিয়ার উদ্যোগ -সৌজন্যে ও অর্থায়নে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সুপেয় পানি পান করার সুবিধার্থে ঘন্টায় ১০০ লিটার পানি বিশুদ্ধ করণ সম্পন্ন একটি ওয়াটার পিউরিফায়ার প্রদান করা হয়। এটি রাউন্ড টেবিলের Safe warer project-4। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রজেক্টের উদ্বোধন করেন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোমেনা আক্তার অতিরিক্ত পুলিশ সুপার টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন, ইন্সপেক্টর মোঃ রাকিবুর রহমান টুরিস্ট পুলিশ ঢাকা জোন, রাউন্ড টেবিল বাংলাদেশ প্রেসিডেন্ট সিফাত উদ্দিন ব্যাগ, স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস কামরুন নাহার, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এস কে আবুল বাশার,সেক্রেটারি গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাউন্ড টেবিল বাংলাদেশ-১ এর ফাউন্ডার এবং চার্টার প্রেসিডেন্ট এজাজ মাহমুদ রনি।
পরবর্তীতে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে পর্যটন নিরাপত্তা এবং দেশ গঠনে ছাত্র-ছাত্রীদের করণীয় ও ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ নাইমুল হক পিপিএম ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন।
পাঠকের মতামত