টেকনাফের পাহাড়ে আবারও অপহৃত রোহিঙ্গাসহ ৯ কৃষক
কক্সবাজারের টেকনাফে আবারও রোহিঙ্গাসহ নয় কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচিপাড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন: একই এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। তবে দুই রোহিঙ্গার নাম ঠিকানা পাওয়া যায়নি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ারী বলেন, ‘স্থানীয় সাত কৃষককে অপহরণ করা হয়েছে বলে শুনলাম, পাহাড়ের পাদদেশে ক্ষেত খামারে কাজ করার সময় তাদের অপহরণকারীরা ধরে নিয়ে যান, আমি টেকনাফ মডেল থানা পুলিশে খবর দিয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে আমাকে জানিয়েছে।’
আরও পড়ুন: উখিয়ার মাহমুদুল হক ইয়াবা নিয়ে সহযোগীসহ গ্রেপ্তার
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে।’
কক্সবাজার জেলা পুলিশ ও ভোক্তভোগীদের তথ্য বলছে, এ নিয়ে গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৩৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৮১ জন স্থানীয় বাসিন্দা, ৫৪ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত