খাইরুল হাসান, টেকনাফ::
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জামায়াত নেতা মাষ্টার মীর কাশেম ও তাবলীগ জামাতের আমীর শীর্ষ স্থানীয় মুরব্বী হাফেজ আহমদ হোছাইনের নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। ২৮ আগষ্ট সকাল ১০ হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে হ্নীলা ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার মীর কাশেমের ২য় নামাজে জানাযা ও বিকাল ২.৩০মিঃ সময় হ্নীলা জামেয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসা মাঠে হাফেজ আহমদ হোছাইনের নামাজে জানাযা শেষে স্ব স্ব কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য ২৭ আগষ্ট শনিবার বিকাল ৫.৪৫মিঃ কক্সবাজার জেনারেল হাসপাতালে মাষ্টার মীর কাশেম শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহে রাজিউন)।
অপরদিকে তাবলীগ জামাতের আমির ও শীর্ষ স্থানীয় মুরব্বী হ্নীলা সিকদার পাড়া এলাকার মৃত উলা মিয়ার পুত্র হাফেজ আহমদ হোছাইন (৭৫) ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ আগষ্ট বিকাল ৫.১৫ মিঃ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহে রাজিউন)। এই দুই বিশিষ্ট গুণী ব্যক্তির ইন্তেকালে টেকনাফবাসী যোগ্য নেতৃত্ব ও দ্বীনের দায়ীকে হারাল বলে মরহুমদ্বয়ের স্মৃতিচারণে উল্লেখ করেন। এ সময় মরহুমদ্বয়ের শিক্ষার্থী, ভক্ত, নেতা-কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। গতকাল সন্ধ্যায় তাদের ইন্তেকালের খবর মুহুর্তে ছড়িয়ে পড়লে তাদের বাড়ীতে মরহুমদ্বয়ের শেষ বিদায় জানাতে মানুষের সমাগম ঘটতে থাকে এবং সর্বত্রে শোকের ছায়া নেমে আসে। নামাজে জানাযায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, মাষ্টার মীর কাশেমের ছোট ভাই ও শিল্প মন্ত্রণালয়ের উপ-সচীব জহির আহমদ, হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, জেলা জামাতের নায়েবে আমীর মাওঃ মুস্তাফিজুর রহমান, হ্নীলা ইউপির চেয়ারম্যান এইচকে আনোয়ার, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী, টেকনাফ উপজেলা জামাতের আমীর অধ্যক্ষ নুর হোসাইন সিদ্দিকী, ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক সরওয়ার কামাল সিকদার, মরহুমের ছেলে মীর মোহাম্মদ জাহাঙ্গীর কাশেম, অধ্যাপক জহির আহমদ, মরহুম হাফেজ আহমদ হোছাইনের ছেলে হাফেজ মাওঃ আতিকুর রহমান প্রমূখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক-শিক্ষার্থী, সর্বস্থরের জনগণ অংশ গ্রহণ করেন।
পাঠকের মতামত