প্রকাশিত: ১৭/০৯/২০১৬ ৯:৪৫ পিএম

teknaf1474119284কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে অপহৃত ছাত্রলীগ নেতা জাকের হোছাইনকে ২৭ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।টেকনাফ থানার এসআই কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে পুলিশ শনিবার বিকেল পাঁচটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে।

অপহৃত জাকের হোছাইন রঙ্গিখালী এলাকার দুদু মিয়ার ছেলে। সে হ্নীলা ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। শুক্রবার দুপুর ২টার দিকে তাকে অপহরণ করা হয়েছিল।

এ ঘটনা আটক করা হয়েছে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নুরুল আলম নুরু (৪৫) ও তার ছেলে মিজানুর রহমানকে (২০)।

অপহৃতের বাবা দুদু মিয়া জানান, স্থানীয় নুরু, জালাল, সুনু ও ইসমাইল নেতৃত্বে একটি চক্র তার ছেলেকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...