শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
টেকনাফে অপহৃত জেডিসি পরীক্ষার্থী মাদ্রাসা ছাত্রী রেশমি উদ্ধার
প্রকাশিত - নভেম্বর ৯, ২০১৬ ৯:১১ পিএম
টেকনাফ প্রতিনিধি ::: টেকনাফ উপজেলার হ্নীলা থেকে অপহৃত জেডিসি পরীক্ষার্থী রেশমীকে দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। ৯ নভেম্বর সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। অপহৃত রেশমী নাসরিন হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা থেকে এবারের জেডিসি পরীক্ষার্থী ও হ্নীলার কামাল হোসাইনের মেয়ে।
গত ৭নভেম্বর দুপুর দেড়টায় উপজেলার একমাত্র জেডিসি পরীক্ষা কেন্দ্র হ্নীলা রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা জেডিসি কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অটোরিক্সাযোগে আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে রঙ্গিখালী লামার পাড়ার নুর আহমদ প্রকাশ আই মেম্বারের পুত্র হেলাল উদ্দিন, জাহেদ হোছনের পুত্র রিয়াজ উদ্দিন,রশিদ আহমদের পুত্র লুৎফুর রহমানসহ ৫/৬জন অটোরিক্সার গতিরোধ করে লেদার মৃত কামাল হোছনের মেয়ে, হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্রী রেশমী নাসরিনকে অপহরণ করলে শোর-গোল শুরু হয়। অটোরিক্সা চালক আনোয়ার সাহসিকতার পরিচয় দিয়ে লুৎফুর রহমানকে আটকে রাখে। পরে উপস্থিত লোকজনের সহায়তায় ধৃত লুঃফুর রহমানকে থানা পুলিশে হস্তান্তর করা হয়। অপহৃতের ভাই মোঃ ইসলাম বাদী হয়ে অপহরণকারী হেলালসহ ৭জনকে আসামী করে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরই সুত্রধরে টেকনাফ থানা পুলিশ (এএসআই মাসুদ মুন্সী) অভিযান চালিয়ে অপহরণকারীর পিতা নুর আহমদকে আটক করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ী এলাকা থেকে স্থানীয় কোস্টগার্ডের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ, উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। -
Copyright © 2024 UkhiyaNews.Com. All rights reserved.