টেকনাফ প্রতিনিধি - টেকনাফ মডেল থানা পুলিশ নয়াপাড়া শরনার্থী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র গুলি সহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে।
৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ৩ টায় গোপন সূত্রের সংবাদেন ভিত্তিতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নির্দেশে এস আই নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের প্রবেশ মুখ থেকে জিয়াউর রহমান (২২) নামে এক রোহিঙ্গা যুবককে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ঘোরাফেরা করা কালে ১ টি সচল এল জি ও ২ রাউন্ড কার্তুজ সহ ধৃত করা হয়।
রেজিস্টার্ড রোহিঙ্গা জিয়াউর রহমান নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের বি ব্লকের, ১০৪১ নং শেডের সিরাজুল ইসলামের ছেলে। তার MRC# ৪৪৬৫৯।
ওসি রনজিত কুমার বড়ুয়া জানান ধৃত জিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রজু করত ৫ দিনের রিমান্ড এর প্রতিবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে।