টেকনাফ প্রতিনিধি।। টেকনাফের হোয়াইক্যং বিজিবির চেকপোষ্টে অভিনব কৌশলে পাচারকালে ইয়াবাসহ দুই পুরুষ এক নারীকে আটক করেছে দয়িত্বরত বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, ২৯ জুলাই দিনব্যাপী কোম্পানী কমান্ডার আব্দুস সালাম ও নায়েক সুবেদার মোঃ তোফাজ্জলের নেতৃত্বে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস হতে পৃথক তল্লাশী চালিয়ে একজন নারী ও দুইজন পুরুষকে আটক করে।
কমান্ডার আব্দু সালাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে খারাংখালী নাছরপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ কায়সার উদ্দিন (২৬) বেগুনের ভিতর করে ইয়াবা পাচারকালে ৪ হাজার ইয়াবা, দুপুরে অটোরিক্সা করে লবণের ভিতর ১ হাজারের অধিক ইয়াবাসহ মহেশখালিয়াপাড়ার মৃত মোস্তাক মিয়ার ছেলে আবছার উদ্দিন (২৫) এবং সন্ধ্যায় ৩ ফুটলা ইয়াবাসহ হ্নীলা জাদীমুড়া এলাকার মোঃ ইসহাকের স্ত্রী মরিয়ম খাতুনকে (৩৬) আটক করা হয়।