বিশেষ প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফে ক্রীড়াঙ্গণ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ৯ম আসর উদ্বোধন করা হয়েছে ।
(আজ ) গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
ক্রীড়াঙ্গন টেকনাফ এর পরিচালক ফরহাদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও দৈনিক প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম কায়সার জুয়েল, সিআইপি আব্দুস শুক্কুর ও সাবেক ক্রিকেটার ইফতেখারুল আলম মাসুদ প্রমুখ।
এ টুর্নামেন্টের ১৬টি দল অংশগ্রহণ করেছেন। এগুলো হলো- শাহপরীর দ্বীপ স্পোটিং ক্লাব, নাফ স্টেশন ক্লাব কে কে পাড়া, দমদমিয়া ক্রিকেট একাদশ, পশ্চিম গোদার বিল ক্রিকেট একাদশ, কুলালপাড়া নাইট রাইডার্স, হ্নীলা মৌলভীবাজার ক্রিকেট একাডেমি, তরুণ তারকা মৌলভীপাড়া, নাজিরপাড়া ক্রিকেট একাদশ, আলিয়াবাদ চ্যালেঞ্জার্স, ফ্রেন্ডশিপ হোয়াইক্যং ক্রিকেট একাদশ, নীলা ক্রীড়া পরিষদ, পুরাতন পল্লানপাড়া ক্রিকেট একাডেমি,নাঈম জালিয়াপাড়া ক্রিকেট একাদশ, নব-দিগন্ত স্পোর্টিং ক্লাব হাবিরছড়া, হ্নীলা নয়াবাজার ক্রিকেট একাদশ ও ছোট হাবিরপাড়া ক্রিকেট একাদশ। নক আউট পদ্ধতিতে টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আজকের উদ্বোধনী খেলায় শাহপরীর দ্বীপ স্পোটিং ক্লাব বনাম নাফ স্টেশন ক্লাব কে কে পাড়া। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন
আলী আকবর, মোহাম্মদ জসিম উদ্দিন ও আব্দুল খালেক।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, করোনার কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এই সময়ে তরুণরা খেলার মাঠমুখী হয়েছে, এটি অত্যন্ত ভালো দিক। খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে। এজন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, মহামারি করোনা কাটিয়ে ধীরে ধীরে খেলার মাঠগুলোতে চাঞ্চলতা ফিরে আসছে।ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
পাঠকের মতামত