নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১/০৫/২০২৪ ১০:০০ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন এ ঘূর্ণিঝড় ‘মোখায়’ ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের কাছে তুলে দিয়েছেন সেমিপাকা টিনশেড নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাঁটাবনিয়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও অষ্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় একলারের বাস্তবায়নে “সাইক্লোন মোখা রেন্সপন্স ইন কক্সবাজার” প্রকল্পের আওতায় নির্মিত নতুন ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তর উপলক্ষে একটি অনুষ্টান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত বিধবা আয়েশা খাতুনকে পৈতিক ওয়ারিশেপ্রাপ্ত ১০শতাংশ জমির উপর নবনির্মিত নতুন একটি সেমিপাকা টিনশেড ঘর হস্তান্তর করা হয়েছে।শুধু আয়েশা নয়,কক্সবাজারের কুতুবদিয়া, উখিয়া, টেকনাফ ও সেন্টমাটিন দ্বীপের হতদরিদ্র ৩৮টি পরিবার নতুন করে মাথা গোছার ঠাঁই পেয়েছেন।এসময় আয়েশা বললেন,প্রায় চার-পাঁচ বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে স্বামী মারা গেছেন।এরপর দুই মেয়ে ও দুই ছেলেকে নিয়ে কোন রকমে সংসার চালিয়ে যাচ্ছিলাম। এরমধ্যে ঘূর্ণিঝড় মোখায় আমার সেই স্বপ্নের ঘরটুকু ভেঙে তছনত করে দিয়েছেন। খুবই চিন্তা হচ্ছিল, কিভাবে এই ঘর আবার নতুন করে গড়তে পারবো কিনা ! ঘর করার মতো সামথ্য নেই। এরমধ্যে একলাবের সহযোগিতায় ঘর করার জন্য প্রস্তাব নিয়ে আসে, কোনধরনের বিপত্তি ছাড়ায় তাঁরা তিন লাখ ব্যয় করে সেমিপাকা টিনশেড একটি ঘর নির্মাণ করেন।এরমধ্যে দুইটি কক্ষ, একটি রান্নার ঘর, একটি টয়লেট ও একটি বারেন্দাও রয়েছে।সঙ্গে তারা দুই জোড়া কবুতর ও কিছু গাছপালাও রোপন করে দিয়েছেন।প্রায় একবছর খোলা আকাশের নিচে জীবন-যাপন করে আসলে এরমাঝে আমাকে মাথা গোছার ঠাঁই করে দেওয়ায় আমি এ সংস্থার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না।এখন শান্তিতে ঘুমাতে পারব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবরাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য শাহেনা রহমান।উপস্থিত ছিলেন-প্রথম আলোর সাংবাদিক গিয়াস উদ্দিন,টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সভাপতি নুরুল হোসাইন,টেকনাফ সাংবাদিক ইউনিটির অর্থ সম্পাদক আব্দুররহমান, টেকনাফ সাংবাদিক ইউনিটির যুগ্ন সম্পাদক সাইফ উদ্দিন মোহাম্মাদ মামুন,কমিউনিটি রেডিও নাফ-৯৯.২ এফ এম, টেকনাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন, মো জুলফিকার, একলাবের প্রকৌশলী মোঃ আজিজুল হক ও জেলা উপকুলীয় উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী নুরুল আমিন সিদ্দিকী প্রমুখ।
একলাব সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় ঘুর্ণিঝড় মোখায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার কুতুবদিয়া, উখিয়া ও টেকনাফ উপজেলায় ৩৮জনকে নতুন ঘর নিমাণ, আংশিক ক্ষতিগ্রস্ত ৩৫জনকে ঘর মেরামত, ঘুর্ণিঝড় মোখায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৩৫জনকে নতুন লাট্রিন, আংশকি ক্ষতিগ্রস্ত ৩৫জনকে পুরানো লাট্রিন মেরামত,৩৫টি টিউবওয়েলের প্ল্যাটফর্ম সংস্কার, ঘুর্ণিঝড় মোখায় ক্ষতগ্রিস্ত ৫০জনকে সবজি বীজ ও ৬৮জনকে ২টি করে ছাগল ১৩৬টি প্রদান করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা একলাবের সহযোগিতায় সাইক্লোন মোখা রেন্সপন্স ইন কক্সবাজার প্রকল্প প্রকৌশলী মোঃ আজিজুল হক জানান,প্রকল্পের আওতায় ঘুর্ণিঝড় মোখায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত প্রতিটি উপজেলায় ১০জনকে নতুন ঘর নিমাণ, আংশিক ক্ষতিগ্রস্ত ১০জনকে ঘর মেরামত, ঘুর্ণিঝড় মোখায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১০জনকে নতুন লাট্রিন, আংশকি ক্ষতিগ্রস্ত ১০জনকে পুরানো লাট্রিন মেরামত, ১০টি টিউবওয়েলের প্ল্যাটফর্ম সংস্কার, ঘুর্ণিঝড় মোখায় ক্ষতগ্রিস্ত ১৫জনকে সবজি বীজ ও ১৫জনকে ২টি করে ছাগল ৩০টি প্রদান করা হয়। নতুন ঘর হস্তান্তর ছাড়াও উপকারভোগীকে অনুষ্ঠানে ১০টি ফলজ গাছ এবং ২ জোড়া কবুতরসহ কবুতরের ঘর প্রদান করা হয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য শাহেনা রহমান বলেন, এ উদ্যোগটি প্রশাংসার দাবিদার।এরকম ১০টি পরিবার অনন্ত মাথা গোছার ঠাঁই পেয়েছে।
একলাবেব নিবাহী পরিচালক সৈয়দ তারিকুল ইসলাম বলেন, ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও অষ্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় একলারের বাস্তবায়নে দ্বীপ উপজেলা কুতুবদিয়া, উখিয়া, টেকনাফ ও সেন্টমাটিন দ্বীপে ৩৮টি ঘর নিমাণ করার পর হস্তান্তর করা হয়েছে।এ ধারা অব্যাহত থাকবে।
ছবি-আছে-
৩০ এপ্রিল-২৪
টেকনাফ।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...