টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত চৌকির হাবিলদার তোফাজ্জল হোসেন (৫৭) নামে একজন বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগারী গ্রামের বাসিন্দা খন্দকার মুরতাজা আলী।
শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় টহল যাওয়া জন্য চৌকি থেকে বাহির হয়ে ৫০০গজের মতো পায়ে হেঁটে যাবার সময় হঠাৎ করে সে মাটিতে পড়ে যায়। এসময় সঙ্গে থাকা অপর সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সুপ্তা দাশ বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আরিফুল ইসলাম জানান, তিনি হ্নীলা সীমান্ত চৌকির হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। রোববার ব্যাটালিয়ান সদরে জানাজা শেষে তাঁর মরহদেহটি গ্রামের বাড়ি পাঠানো হবে।