মুহাম্মদ জুবাইর, টেকনাফ:
টেকনাফে স্পেশাল বাস ও মোটর সাইকেল এর মুখোমুখী সংঘর্ষে এক যুবক নিহতের খবর পাওয়া গছে। নিহত যুবক হচ্ছে টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলাল পাড়া এলাকার মীর কাসেমের পুত্র মুহিব্বুল্লাহ। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ হাসপাতালে রয়েছে বলে জানা যায় । ঘটনাটি ঘটে ৮সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককসবাজার টেকনাফের প্রধান সড়ক জাদীমুরা এলাকায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় টেকনাফ হতে ককসবাজারগামী স্পেশাল ( ককসবাজার-জ ১১-০১৮৯) সার্ভিসটি বিপরীত থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কম্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।