ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০২/২০২৫ ৭:৫১ পিএম

কক্সবাজারের টেকনাফে সম্প্রতি দায়ের করার বিএনপির নেতা শাহ আলম নামে এক ব্যক্তির করা মামলায় টেকনাফ স্থলবন্দরের তিনজন ব্যবসায়ীকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় টেকনাফ স্থলবন্দরের সামনে প্রধান ফটক এবং দুপুর দুইটায় টেকনাফ বাস স্ট্যান্ড এলাকায় পৃথক ভাবে এই মানববন্ধন ও সমাবেশ করেছে।
টেকনাফ স্থলবন্দরের কর্মসূচি পালন করেছে স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানী কারক প্রতিষ্টান। আর, বাস স্ট্যান্ড এলাকার কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীরা। এতে আমদানি-রপ্তানিকারক,সিএন্ডএফ এজেন্ট ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পৃথক কর্মসূচিতে বক্তারা বলেন,গত ১০ফেব্রুয়ারি টেকনাফ থানায় শাহ আলম নামে এক ব্যক্তি একটি মামলা দায়ের করা হয়।মামলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত যুবলীগের আলোচিত নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হকের ভাই সাবেক কাউন্সিলর ও টেকনাফ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেসামুল হক বাহাদুর, ব্যবসায়ী নুরু কায়েস ও মো. আব্দুল আজিজকে আসামি করা হয়েছে। এটি খুবই নিন্দনীয়।এটি একটি রাজনৈতিক মামলা এবং নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনা হলে টেকনাফ থানার থানা ঘেরাও করা হবে।
বক্তারা অবিলম্বে মামলা থেকে এই তিন ব্যবসায়ীকে অব্যাহতি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
স্থলবন্দরের কর্মসূচিতে বক্তব্য রাখেন-সিএন্ডএফ প্রতিনিধি ও আমদানীকারক মো: কাদের, আবু সিদ্দিক, সামির কায়সার, সুহেল, ববি, মেহেদি হাসান, সাইদুল ইসলাম প্রমুখ।
স্টেশনে কর্মসূচিতে বক্তব্য রাখেন-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রুবায়েত হাসান, রবিউল হাসান মামুন, ইয়াছিন আরফাত প্রমুখ।
গত ১০ফেব্রুয়ারি টেকনাফের রঙ্গিখালী এলাকার বাসিন্দা পুলিশের তালিকাভূক্ত ‘অপহরণ চক্রের প্রধান’ হিসেবে পরিচিতি পাওয়া শাহ আলম বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেছেন। বিগত ২০১৮ সালের ২২ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকালিন সময় টেকনাফের রঙ্গীখালিস্থ গাজিপাড়ায় ধানের শীর্ষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাংচুর ও মারধরে আহত করার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে ৪৭জনের উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।
মামলার বাদী এজাহারে নিজের রাজনৈতিক পরিচয়ে বলেছেন,তিনি ২০১৮সালে টেকনাফ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি হ্নীলা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মামলার বাদি একজন রাজনৈতিক নেতা।গঠনার সঙ্গে জড়িত নেই এমন কাউকে মামলায় আসামি করে হয়রানি করতে দেওযা হবে না। তদন্তের মধ্যে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। নিরঅপরাধ ব্যক্তিরা মামলা থেকে অব্যাহতি পাবে।

পাঠকের মতামত