প্রকাশিত: ১০/০৮/২০১৬ ৮:৫৫ পিএম

TEKNAF PIC..2) 10-08-16 [Max Width 320 Max Height 240]ছৈয়দুল আমিন চৌধুরী, টেককনাফ::
সীমান্ত উপজেলা টেকনাফে পৃথক অভিযানে বিজিবি পৌনে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে। এসময় টেকনাফের দক্ষিণ জালিয়া পাড়ার আবুল হোসনের ছেলে আহমদ হোসন (৫৫) কে আটক করা হয়েছে। ১০ আগষ্ট দুপুরে দক্ষিন জালিয়া পাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় ইয়াবার বিক্রির নগদ ৬৭ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।

বিজিবি সুত্র জানায়, পৌরসভার দক্ষিন জালিয়া এক বাড়িতে ইয়াবা বেচা-বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের খবর পেয়ে টেকনাফ ২ ব্যাটালিয়নের হাবিলদার হওলাদার শাহজাহানের নেতৃত্বে বিজিবির সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হোসেন আহমেদকে আটক করে। তার কাছ থেকে ১৫ হাজার ৩৪৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪৬ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

অপরদিকে, সকালে দক্ষিণ জালিয়া পাড়ায় অভিযান চালিয়ে সদর বিওপির জওয়ানরা পরিত্যাক্ত অবস্থায় ৩৩ হাজার ৫ শ ২৯ পিস ইয়াবা ইয়াবা উদ্ধার করেছে। এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে অপর এক অভিযানে শাহপরীর দ্বীপ বিওপির জওয়ানরা ভোরে জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ জানান, ইয়াবাসহ আটক আসামীকে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় সোর্পদ করা হয়েছে। আটক আসামীর স্বীকারুক্তি মতে একই এলাকার জাহাঙ্গীর আলমকে পলাতাক আসামি করা। অপরাপর উদ্ধার ইয়াবাসমুহ সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষ ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...