প্রকাশিত: ০৮/০৮/২০১৬ ৯:৫৮ পিএম

mail.google.comছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ::

সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি পৃৃথক অভিযান চালিয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। বিজিবি সূত্রে জানা যায়, ৮ আগষ্ট দুপুর ১২ টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা জাদিমুরা এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দমদমিয়া বিওপির বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুরা খালের পশ্চিম পার্শে¦ অভিযান চালিয়ে এসব ইয়াবা সমূহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার ইয়াবার বাজার মূল্য ১ কোটি ৮ লক্ষ টাকা বলে জানা যায়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে সাবরাং বিওপির জওয়ানরা ৭ আগষ্ট সন্ধ্যায় বিজিবির নিজিস্ব গোয়েন্দা সংস্থার গোপন সংবাদে টেকনাফ সাবরাং নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে। অভিযান  পরিচালনাকারী সাবরাং বিওপির নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন নেতৃত্বে উক্ত ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার বাজার মূল্য ৩০ লক্ষ টাকা বলে জানা যায়। ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন- পাচারকারীরা বিজিবির উপস্থিতি ঠের পেয়ে পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভম হয়নি। উদ্ধার ইয়াবাসমুহ বিজিবি সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।#

পাঠকের মতামত

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...