প্রকাশিত: ০৯/১২/২০১৭ ৩:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫৫ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফে ২২১ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ৫০ টাকা মুল্যের ১৩ প্রকারের মাদকদ্রব্য আনুষ্টানিকভাবে ধ্বংস করা হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১১টায় টেকনাফ-২ বিজিবি সদর দপ্তর প্রাঙ্গণে ৪ এপ্রিল থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সময়কালে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কতৃক মালিকবিহীন আটককৃত ১২ প্রকারের ২২০ কোটি ৪০ লক্ষ ৯৯ হাজার ৮৫০ টাকা মুল্যমানের মাদকদ্রব্য এবং ১ কোটি ১৫ লক্ষ ৯২ হাজার ২০০ টাকা মুল্যের ৫৭ হাজার ৯৬১ প্যাকেট মিয়ানমারের বিভিন্ন প্রকারের সিগারেট প্রকাশ্যে ধ্বংস করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু এডহক রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল এএসএস আনিসুল হক পিএসসি। বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ রকিবুল হক পিএসসি, টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম, কক্সবাজার জেলা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোছাইন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, সুশীল সমাজের প্রতিনিধি আলহাজ্ব মোঃ হাশেম সাবেক মেম্বার, টেকনাফ সাংবাদিক ইউনিটির উপদেষ্টা প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাদকদ্রব্য ধ্বংসকরণ উদ্বোধন করেন। অনুষ্টানে পুলিশ, কাস্টমস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ মাদকদ্রব্য পাচার এবং কুফল সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২১৯ কোটি ৬২ লক্ষ ৯১ হাজার ৬০০ টাকা মুল্যের ৭৩ লক্ষ ২০ হাজার ৯৭২ পিস ইয়াবা বড়ি, ১৩ লক্ষ ১৭ হাজার টাকা মুল্যের ৮৭৮ বোতল ম্যান্ডেলা রাম মদ, ১ লক্ষ ৬২ হাজার টাকা মুল্যের ১০৮ বোতল গ্রান্ট মাস্টার মদ, ৭ লক্ষ ৬৮ হাজার টাকা মুল্যের ৫১২ বোতল কান্ট্রি ড্রাইজিং মদ, ৫৪ হাজার টাকা মুল্যের ৩৬ বোতল মিয়ানমার মদ, ৪৩ লক্ষ ৬৪ হাজার টাকা মুল্যের ১৭ হাজার ৪৫৬ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৪ লক্ষ ৬১ হাজার ৭৫০ টাকা মুল্যের ১ হাজার ৮৪৭ ক্যান ডায়াব্লু বিয়ার, ৩০ হাজার টাকা মুল্যের ১২০ ক্যান চং ক্লাসিক বিয়ার, ৩৯ হাজার ২৫০ টাকা মুল্যের ১৫৭ ক্যান সিঙ্গা বিয়ার, ৩৩ হাজার ২৫০ টাকা মুল্যের ১৩৩ ক্যান চেং বিয়ার, ৫৬ হাজার ৭০০ টাকা মুল্যের ১৬ হাজার ২০০ কেজি গাঁজা, ৫ লক্ষ ২২ হাজার ৩০০ টাকা মুল্যের ১ হাজার ৭৪১ লিটার চোলাই মদ, ১ কোটি ১৫ লক্ষ ৯২ হাজার ২০০ টাকা মুল্যের ৫৭ হাজার ৯৬১ প্যাকেট মিয়ানমারের বিভিন্ন প্রকারের সিগারেট।

পাঠকের মতামত

ট্রাকচাপা দিয়ে হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টা, ড্রাইভার ও হেলপার আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা করার ...

চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ...