প্রকাশিত: ২৫/০৩/২০২১ ৭:৫৩ এএম

বিশেষ প্রতিবেদক::
করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি রক্ষা ও জনসচেতনতামূলক কাজের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে মুখের মাস্ক না পারার কারণে ২২জনকে ৩৫ হাজার ৯০০টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

বুধবার বেলা ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত টেকনাফ পৌরসভার বিভিন্ন এলাকার দোকানপাট, পথচারী ও বিভিন্ন যানবাহনে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের নেতৃত্ব ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর । এসময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযানে সহযোগিতা করছেন ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর বলেন, হঠাৎ করে দেশে আবারো করোনা ভাইরাসের সংক্রমনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তাই সাধারণ জনগণ ও পথচারীদের মধ্যে স্বাস্থ্য বিধি মানার পাশাপাশি মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করতে এ অভিযান চালানো হচ্ছে । এরমধ্যে গত রোববার ও গতকাল বুধবার বিকেল ৬টা পর্যন্ত পাঁচজন পর্যটকসহ ৮৪জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে ৬১ হাজার ২৫০ টাকার জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, এ পর্যন্ত টেকনাফ উপজেলায় ৫৭৪জন রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ৯২জন রোহিঙ্গা নাগরিক। এ পর্যন্ত মারা গেছে ৯জন। মঙ্গলবার রাত পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছে ৯ জনসহ স্থানীয় বাসিন্দা ৪৬২জন। চলতি মার্চ মাসে এ মঙ্গলবার রাত পর্যন্ত ৩৯জন করোনা রোগী শনাক্ত হয়েছে টেকনাফে। এরমধ্যে নতুন করে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ৯জন।
তিনি আরও বলেন, ১১ এপ্রিল প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের গণজমায়েত ও গণসংযোগকালে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না । এর ফলে করোনা রোগীর সংখ্যা বাড়ছে ।

পাঠকের মতামত

রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বুলেটপ্রুফ গাড়িতে টহল

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে মরিয়া হয়ে সক্রিয় থাকা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আর চোরাচালান বন্ধে ...