প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ৮:০৪ এএম

ATOKউখিয়া নিউজ ডেস্ক::

টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তায় নিয়োজিত আনসার ক্যাম্প কমান্ডার মো. আলী হোসেনকে হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় দুই নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওই ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা মো. হোসেন ওরফে রফিক ডাকাতের দুই স্ত্রী হুমাইরা ও আনোয়ারা বেগম।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, আনসার কমান্ডার হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় শুক্রবার দিবাগত রাতে আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেছেন।

তিনি জানান, ওই দুই নারীকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আনা হয়েছে। তাদের কাছ থেকে কিছু তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে। তদন্তের স্বার্থে এর বাহিরে কিছু বলা যাচ্ছে না।

মামলার বাদী মো. আলমগীর হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ৩০-৩৫ জনের ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাম্পে হামলা চালিয়ে কমান্ডার মো. আলী হোসেনকে গুলি করে হত্যা করে যাওয়ার সময় ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেছি।’

এদিকে আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খাঁন বলেছেন, ‘সরকারি সম্পদ লুট ও একজন আনসার সদস্যকে গুলি করে হত্যা কোনো ভাবে মেনে নেয়া যায় না। প্রধানমন্ত্রী আমাকে এখানে পাঠিয়েছেন। অস্ত্র উদ্ধার ও জড়িতদের আটক করতে। র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসারের যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হবে।

গত শনিবার বিকালে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে পরিদর্শনে এসব কথা বলেন আনসারের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মিজানুর রহমান খাঁন।

এ সময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ক্যাম্পে থাকা আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন লেদা বিজিবির চৌকিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- আনসারের সহকারী পরিচালক এএসএম আজম উদ্দিন, কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) রিদুয়ান জোবায়ের, বিজিবির কক্সবাজারে সেক্টর কমান্ডার কর্নেল মো. তানভির আলম খাঁন, ২৯ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক লে. তানজিনা বিনতে এরশাদ, ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. শফিউল আলম, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সহকারী সচিব (নয়াপাড়া শরণার্থী শিবিরের ইনচার্জ) সাইদুল ইসলামসহ কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই আনসার ক্যাম্পে হামলা চালায় ডাকাতরা। তারা অস্ত্রাগার লুট করতে চাইলে বাধা দেন ক্যাম্পের আনসার কমান্ডার মো. আলী হোসেন। এ সময় তাদের গুলিতে প্রাণ হারান তিনি। পরে ডাকাতরা ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে পালিয়ে যায়। যাওয়ার পথে ডাকাতদের কোপে আহত হন রোহিঙ্গা শরণার্থী শিবিরের এক বাসিন্দাও।

এর আগে গত বছরের ১৫ মার্চ নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডাকাতদের সঙ্গে আনসার সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই আনসার সদস্য আহত ও এক ডাকাত নিহত হয়।

পাঠকের মতামত

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কক্সবাজারে সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থানের শহিদদের নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক কটাক্ষ ও ব্যাঙ্গাত্মক কন্টেন্ট বানিয়ে অপপ্রচার ...

রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক

মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড। ওই ...

ব্র্যাক প্লিজ প্রকল্পের প্লাস্টিক আপসাইক্লিং মেলা

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করার উদ্যোগ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ...

প্রথম আলোর প্রতিবেদন নগদে ডিজিটাল জালিয়াতি: ২,৩৫৬ কোটি টাকার ‘গরমিল’

মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’-এ বড় ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভুয়া পরিবেশক ...