কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে তিন ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা টেকনাফ কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে সোমবার ইউএনও এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, এ ধরনের ঘটনা খুব ন্যক্কারজনক। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক আলী আকবর পাঠদানের সময় প্রায়ই ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেন। পাঠদান বাদ দিয়ে অশালীন ও আপত্তিকর বিষয়ে কথাবার্তা বলেন। অতি সম্প্রতি আলী আকবর শ্রেণিকক্ষেই চতুর্থ শ্রেণির তিন ছাত্রীকে বিভিন্ন অজুহাতে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে ছাত্রীরা মানসিকভাবে ভেঙে পড়ে। আলী আকবর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করেন একাধিকবার। ঘটনার পর স্কুলে যাওয়া বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। গত বছর ওই শিক্ষকের কাছে যৌন হয়রানির শিকার হয়েছিল আরেক শিক্ষার্থী। সে সময় রাজনৈতিক শক্তি ব্যবহার করে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।
তবে সব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদ বলেন, বিষয়টি শুনে আমি হতবাক। এগুলো মিথ্যা ও বানোয়াট। তবে এটা সত্য যে, গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ব্যবস্থাপনা কমিটিতে এ ধরনের একটি মিথ্যা অভিযোগ বিষয়ে সালিশ হয়েছিল।
এ বিষয়ে টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু মোহাম্মদ নোমান বলেন, আমি অভিযোগ পেয়ে তদন্তে এসেছি। ভুক্তভোগী ছাত্রী ও তাদের পরিবারদের সঙ্গে কথা বলছি। অভিযোগ প্রমাণিত হলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত