উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৩/২০২৩ ৯:২৯ এএম

কক্সবাজার-টেকনাফ হোয়াইক্যং উলুবনিয়ায় কাভার্ডভ্যান-যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়ায় রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত ও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টেকনাফমুখী পণ্যবাহী কাভার্ডভ্যান ও কক্সবাজারমুখী সিএনজি অটোরিকশা উলুবনিয়ায় রাস্তার মাথা সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে একজনের মরদেহ মিলেছে। বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বুলেটপ্রুফ গাড়িতে টহল

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে মরিয়া হয়ে সক্রিয় থাকা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আর চোরাচালান বন্ধে ...

কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই প্রতারণার মাধ্যমে বিয়ের পিড়িতে চকরিয়া নুর!

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া পরবর্তীতে কানাডায় বসবাসরত নুর বেগম নামের এক মহিলাকে বিয়ের ...

সিইসির মা-বাবার সমস্ত সম্পদ দিয়ে কক্সবাজারে গড়ে তোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের গর্বিত সন্তান এ এম এম নাসির উদ্দীন ১৯৬৮ সালে ...