প্রকাশিত: ১৭/০৫/২০১৬ ৯:৪৫ পিএম

Manob Bondon+michilশাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর::

১৩ মে টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার ৬ সাংবাদিকের কেড়ে নেওয়া মালামাল অবিলম্বে উদ্ধার ও হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। বক্তারা বলেন, হামলাকারী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টো ও তার লালিত বাহিনী এখনো ধরাছোঁয়ার বাইরে। সাংবাদিকদের লুট হওয়া মূল্যবান মালামাল এখনো উদ্ধার না হওয়ায় পুলিশের তৎপরতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। বক্তারা আরো বলেন, সাংবাদিকরা সমাজে নানা অসংগতি, অন্যায়, অত্যাচার, অনিয়মের খবর প্রকাশ করে জাতিকে জানান দেয়। ইয়াবা একটি মরণ নেশা। এ ইয়াবা টেকনাফ থেকে সারাদেশে সরবরাহ করে জাতিকে ধ্বংস করা হচ্ছে। এ চক্রের অন্যতম মূল হোতা নুরুল হক ভুট্টোসহ তার আত্মীয়-স্বজন ও বাহিনীর সদস্যরা ইয়াবার সংবাদ প্রকাশের জের ধরে প্রায় সময় সাংবাদিকদের হুমকি-ধমকি দিয়ে আসছিল। নুরুল হক ভুট্টো তার আত্মীয়-স্বজন ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ইযাবা পাচার, হত্যা, ডাকাতিসহ ডজনাধিক মামলা রয়েছে। তারা নুরুল হক ভুট্টোসহ সকল ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানান। ঘটনার ৫দিন পেরিয়ে গেলেও কোন আসামী আটক করতে না পারায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণেরও দাবী জানান। ১৭ মে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বাজারস্থ মাতবর সুপার মার্কেট চত্বরে ঈদগাঁওর কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধনে এ কথা বলেন। ঈদগাঁওর প্রবীণ সাংবাদিক শাহজাহান সিরাজ (দেশ-বিদেশ) এর তরুণ সাংবাদিক শাহিদ মোস্তফা শাহিদ (সকালের কক্সবাজার) এর সঞ্চালনায় ফ্রেন্ডস এ ওয়ান এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দীনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত এ সমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ গিয়াস উদ্দীন (কক্সবাজার বাণী), নুরুল আমিন হেলালী (কক্সবাজার’৭১), কাফি আনোয়ার (বাঁকখালী), মোহাম্মদ মিজানুর রহমান আজাদ (সৈকত), সেলিম উদ্দীন (আমাদের কক্সবাজার)। প্রতিবাদ সমাবেশে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক ফিরোজ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক কবি হুমায়ুন আজাদ সিদ্দিকী। একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন ঈদগাহ কেজি স্কুলের সিনিয়র শিক্ষক মাষ্টার নুরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রাশেদ উদ্দীন চৌধুরী মুকুল, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আজমগীর, সাংস্কৃতিক একাডেমীর সভাপতি কুতুব উদ্দীন চৌং। এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁওর প্রবীণ সাংবাদিক বিআর হাশেমী বদরু, মৌলভী জামাল উদ্দীন, সাংবাদিক এনামুল হক ইসলামাবাদী (কর্ণফুলী), মাষ্টার আবদু ছালাম, একেএম জাহাঙ্গীর বাঙ্গালী (দৈনন্দিন), শেফাইল উদ্দীন (সমুদ্রকন্ঠ), নাছির উদ্দীন (সমুদ্রবার্তা), এম. আবুহেনা সাগর (আজকের কক্সবাজার), নুরুল আজিম (সকালের কক্সবাজার), মোজাম্মেল হক (সুর্যোদয়), শফিউল আলম আজাদ (কক্সবাজার বার্তা), এম. ছরওয়ার সিফা (রূপসীগ্রাম), মোহাম্মদ আলম বিশাল (সমুদ্রকন্ঠ), আশফাক উদ্দীন আরফাত (আমার ঈদগাহ), সাইমুন সরওয়ার কায়েম (আলোকিত উখিয়া), নাছির উদ্দীন পিন্টু (কক্সবাজার’৭১), রায়হানুল কবির (সাহিত্যিক)। এসময় আরো উপস্থিত ছিলেন ঈদগাঁও বাজার পরিচালনা কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা বদিউল আলম, সৌদি প্রবাসী তৌহিদুল ইসলামসহ শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ।

পাঠকের মতামত