প্রকাশিত: ১০/০৯/২০১৬ ১২:৫৮ পিএম

tek-10-09-2016জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে লবণ মাঠ হতে ১সিএনজি চালকের পরিত্যক্ত লাশ উদ্ধার করা হয়েছে। জানাযায়, ১০সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলার রঙ্গিখালী এলিট এ্যাকোয়া কালচার লিমিটেডস্থ প্রধান সড়কের পশ্চিমে লবণের মাঠে পরিত্যক্ত সিএনজি চালক টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লান পাড়া এলাকার ছৈয়দ হোসন ওরফে লেডুর পুত্র জাফর আলম(২৮) এর লাশ পুলিশী সহায়তায় উদ্ধার করা হয়। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের চাচা জীপ চালক মনু জানান, গতরাত ৯টার দিকে টেকনাফ পৌর এলাকা হতে যাত্রী নিয়ে হ্নীলা ষ্টেশনের উদ্দেশ্যে রওয়ানা করে। সারা রাত খোঁজ খবর না পাওয়ায় সকালে খুঁজতে বের হলে হ্নীলার রঙ্গিখালী লবণ মাঠে তাঁর মৃতদেহ পাওয়া যায়। এদিকে উক্ত চালকের সিএনজিটি উধাও হয়ে যায়। পরে উখিয়ার জনৈক সেলিম মিস্ত্রির গ্যারেজে রয়েছে বলে তাঁর স্বজনেরা দাবী করে। এদিকে স্থানীয় সচেতন মহল সিএনজি ছিনতাই অথবা গাড়ী ভেতরে থাকা মাদকের চালান ছিনতাইয়ের লক্ষ্যে এই ন্যাক্কারজনক ঘটনা বলে মনে করেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...