টেকনাফের পুরাতন ট্রানজিট ঘাটে অভিযান চালিয়ে প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১১৪ ভরি ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যায় স্বর্ণগুলো উদ্ধার করা হয় বলে বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২ নম্বর ব্যাটালিয়নের টেকনাফ বিওপি’র নায়েব সুবেদার গুরুপদ বিশ্বাসের নেতৃত্বে একটি টহলদল টেকনাফের পুরাতন ট্রানজিট ঘাটে মায়নমার হতে আগত একটি যাত্রিবাহী ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশি করে। পরে নৌকা থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন ১১৪ ভরি এবং আনুমানিক মূল্য ৪৭ লক্ষ ৮৮ হাজার টাকা। স্বর্ণগুলো টেকনাফ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেনী সীমান্ত থেকে ৪৪ লাখ ৭২ হাজার ৬শ’ টাকা মূল্যের ১ হাজার ১৭১ পিস ভারতীয় শাড়ী জব্দের কথা জানিয়েছে বিজিবি। মঙ্গলবার দুপুরের দিকে ফেনীর ফুলগাজীর বন্দুয়ার একটি পরিত্যাক্ত গ্যারেজ থেকে শাড়ীগুলো জব্দ করা হয়েছে।
পাঠকের মতামত