রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত ...
হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মাদক বিরোধী অভিযানে ১৫ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রম্যমাণ আদালত।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩০ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন একালায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে আটককৃতদের টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমার কাছে হস্থান্তর করলে লালু মিয়া, মো: সাগর, নুরুল আলম, মো:, শাহিন, নুর আহমদ ও জানে আলমকে ২ বছর করে, আব্দুল হামিদকে এক বছর, আবু তাহের, কবির ও জিয়া উল্লাহকে ৭ মাস করে, মনছুর, মো: হোসেন, হেলাল উদ্দিন, বাবুুল মিয়া ও মিন্টুকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
পাঠকের মতামত