কক্সবাজারের টেকনাফের দমদমিয়া জালিয়ারদ্বীপ এলাকা থেকে ১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তদের মধ্যে একজন রোহিঙ্গা শরনার্থী।
আটকরা হলেন, টেকনাফ হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা ক্যাম্পের ব্লক নং বি/৫ এর বাসিন্দা রোহিঙ্গা একরাম মোল্লা (২২) এবং হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দমদমিয়া এলাকার মো. ইউনুস (২০)।
বুধবার তাদের আটক করা হলেও বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে।
টেকনাফে-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়ার জালিয়ারদ্বীপ এলাকায় টহল দেয় বিজিবির একটি দল। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের বহন করা বস্তার ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
এছাড়া আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।