উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ৯:০৪ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে পাওনা টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুর ১২ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথা, মনির ঘোনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

ঘটনায় নিহত ব্যক্তির নাম দিলদারুল আহমদ (প্রকাশ মুন্সি দিলদার) (৫০) বলে জানা গেছে। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ১ নং ওয়ার্ডের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা মরহুম আব্দুস সোবহান এর ছেলে। পেশায় একজন দলিল লেখক ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উলুবনিয়া রাস্তার মাথা বাজার এলাকার মোরগী ব্যবসায়ী ও উলুবনিয়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আবুল হাসেমের সাথে তার পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আবুল হাসেম দিলদারুল আহমদকে গুরুতর আঘাত করলে, ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে গিয়ে জানা যায় আবুল হাসেম নিহত দিলদারুল আহমদের কাছ থেকে মুরগী বিক্রয়ের বকেয়া বাবদ ২৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়।

নিহতের স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে রাস্তার মাথা নামক বাজারে আবুল হাসেম লাথি ঘুষি মেরে হত্যা করেছে। আমি এর তদন্তপূর্বক সুষ্ঠু বিচার চাই।”

টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যাত্রীদের দূর্ভোগ

কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের এইচএসসি’র টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একটি অংশ চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবরোধ করেছে। ...

উখিয়ায় ৬ দোকানীকে জরিমানা

উখিয়ায় পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি শুরু ...

উখিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে অভিযান

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে মাঠে নেমেছেন উখিয়া উপজেলা প্রশাসন। ...