উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১২/২০২৪ ৭:৩০ পিএম

কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৬৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচসহ মানব পাচারে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের উপর আব্দুল আমিনের অস্থায়ী তাবু ঘর থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার ভিকটিমদের মধ্যে রয়েছে ১৮ পুরুষ, ১১ নারী ও ৩৭ শিশু।

তারা সকলে টেকনাফ-উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটককৃত মানব পাচারকারী সদস্যরা হলেন, টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে রাশেদ (২৫), বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া এলাকার সুলতান আহাম্মদের ছেলে সালেহ আহাম্মদ (৩৫), একই এলাকার সুলতান আহাম্মদের ছেলে নুরুল কবির (২৭), রশিদ আহাম্মদের ছেলে সৈয়দ আলম (২৪) ও চট্টগ্রাম জেলার গাছুয়া ইমান আলী চৌকিদার বাড়ির বর্তমানে শ্বশুর বাড়ি সাবরাং ইউনিয়নের কোয়াইংছড়ি পাড়ার আবদুল গফুরের ছেলে কামরুল ইসলাম প্রকাশ মোঃ শিপন (৩২)।

এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি গিয়াস উদ্দিন বলেন, রবিবার ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের উপর সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা আব্দুল আমিনের অস্থায়ী এক তাবু ঘরে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু লোককে জড়ো করেছে ; এমন তথ্যে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালিয়ে যায়। পরে তাবু ঘরের ভেতর থেকে ১৮ জন পুরুষ, ১১ জন নারী, ৩৭ শিশু-জনসহ সর্বমোট ৬৬ জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। ওই সময় ০৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচসহ মানব পাচারে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল। প্রতিনিধি ...

আবারও মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি কিশোরের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তরিকুল (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। সোমবার ...

চালকের চোখে ঘুম, কক্সবাজারে যাওয়ার পথে নিহত মাইক্রোবাসের যাত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে ...