প্রকাশিত: ০৮/০৬/২০১৬ ৯:৪৮ পিএম

কক্সবাজার প্রতিনিধি : রাজধানী ঢাকা থেকে চোরাই হওয়া সাতটি গাড়ি টেকনাফের ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ইয়াবা ব্যবসায়ী মেহেদী হাসানকে।

বুধবার দিনব্যাপী টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে টেকনাফ থানা পুলিশের সহযোগিতায় এসব গাড়ি উদ্ধার করেছে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ দল।

আটক চোরাই গাড়ি সিন্ডেকেটের সদস্য মেহেদী হাসান টেকনাফের নাইট্যং পাড়া আবদুল গফুরের ছেলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।

উদ্ধার হওয়া গাড়ির মধ্যে পাঁচটি মাইক্রোবাস এবং দুটি কার রয়েছে। মাইক্রোবাসের মধ্যে তিনটি পাওয়া গেছে মেহেদী হাসানের কাছে। অপর সব গাড়ি পাওয়া গেছে অন্য ইয়াবা ব্যবসায়ীদের কাছে। এর মধ্যে জালিয়াপাড়ার মোহাম্মদ জুবাইরের কাছে একটি মাইক্রোবাস, বড় হাবির পাড়ার ছৈয়দ আহমদের কাছে একটি মাইক্রোবাস, মোহাম্মদ ইউনুছের কাছে একটি কার, মোহাম্মদ আলীর কাছ থেকে একটি কার উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি আবদুল মজিদ রাইজিংবিডিকে জানান, ঢাকার বিশেষ দলটি নির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে টেকনাফে এ অভিযান চালায়। এতে উদ্ধার হওয়া গাড়ি এবং আটক ব্যক্তিকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।

অভিযানে থাকা পুলিশের এক সদস্য জানিয়েছেন, টেকনাফের চিহ্নিত ইয়াবা গডফাদাররা দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই গাড়ি নিয়ে থাকে। এর বিনিময়ে ইয়াবা সরবরাহ করে আসছে। এসব গাড়ির বাইরে আরো অনেক গাড়ি ও মোটরসাইকেলও রয়েছে বলে জানান তিনি।

 

পাঠকের মতামত

বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার

অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার। যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশের ময়লা এবং সমুদ্র ...

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক ...