টেকনাফ প্রতিনিধি:
মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদে আল আক্সা (বায়তুল মুকাদ্দাস), ফিলিস্তিন এর গ্রান্ড ইমাম ও খতিব ড. শেখ আলী ওসমান ইয়াকুব আল আব্বাসী টেকনাফে আসছেন। তিনি ৩১ জানুয়ারী ও ১ ফেব্রুয়ারী টেকনাফ উপজেলার সাবরাং দারুল উলূম বড় মাদরাসা ও এতিমখানার ২দিন ব্যাপী বার্ষিক সভায় যোগদান করবেন বলে জানা গেছে। তবে ২দিনের মধ্যে কোন দিন তিনি উপস্থিত থাকবেন তা জানা যায়নি। বর্তমানে বায়তুল মুকাদ্দাসের খতিবের আগমনে পুরো দমে চলছে প্রস্তুতি । সাবরাং মাদরাসা সুত্রে জানা যায়, ২ দিন ব্যাপী ৪৭তম বার্ষিক সভায় হাটহাজারী জামেয়া দারুল উলূম মুঈনূল ইসলাম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আমীরে ইসলাম উস্তাজুল আসাতেজা আল্লামা শাহ আহমদ শফি প্রধান অতিথি। হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, লন্ডনের শেখ ছালেহ আহমদ হামিদী, মাওঃ মুজিবুর রহমান যুক্তিবাদীসহ দেশের বিখ্যাত ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন।
মাদরাসার মুহতামিম মাওঃ মূফতী নূর আহমদ জানান প্রতি বছরের ন্যায় এবছরও মাদরাসার ২ দিন ব্যাপী বার্ষিক সভার আয়োজন করা হয়েছে। এতে বায়তুল মুকাদ্দাসের খতিবসহ দেশের বিখ্যাত ওলামা-মশায়েখগণকে গুরুত্বের সাথে দাওয়াত করা হয়েছে। তিনি সর্বস্থরের জনতাকে ঐদিন সভায় উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের নসিহত শুনার উদাত্ত আহবান জানান।
গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ...
পাঠকের মতামত