উখিয়া নিউজ ডটকম::
“মাদক মুক্ত সমাজ চাই, ক্রীড়ার কোন বিকল্প নাই ” শ্লোগানের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ চ্যাম্পিয়ন্স কাপ- ২০২১ পঞ্চম বারের মতো ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা সদর ইউনিয়নের সুফিয়া নূরিয়া দাখিল মাদ্রাসা মাঠে নতুন পল্লানপাড়া যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ টুর্ণামেন্টে উপজেলার ১৬টি দল অংশ গ্ৰহণ করছেন।
উদ্বোধনী খেলায় মহেশখালীয়াপাড়া ফুটবল একাদশ – ১ – ০ গোলে হাতিয়ারঘোনা ফুটবল একাদশকে পরাজিত করেন।
উদ্ধোধনী সভায় নতুন পল্লান পাড়া যুব সমাজের আহ্বায়ক খুরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, সদর ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও উপজেলা রেফারীজ অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশন সভাপতি ফরহাদুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা খোলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সাংবাদিক গিয়াস উদ্দিন, টেকনাফ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ফারুক, টেকনাফ স্থল বন্দর ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সহ সভাপতি জসিম উদ্দিন, সমাজসেবক আরিফ উল্লাহ, দেলোয়ার হোসাইন, মোহাম্মদ ইয়াকুব, সরোয়ার আলম প্রমূখ। খেলা পরিচালনা করেন- মোহাম্মদ উল্লাহ, রাশেদুল আলম, আব্দুল মালেক, আতাউর রহমান।শনিবার একই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়া ফুটবল একাদশ বনাম টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়াপাড়া ফুটবল একাদশ।
প্রধান অতিথি নুরুল আলম বলেন, এলাকার যুব সমাজকে মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখার জন্য খেলাধুলা প্রয়োজন। ইউনিয়ন পর্যায়ে খেলাধুলা আয়োজনের পাশাপাশি উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ সংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ব্যক্তিগত উদ্যোগ থেকে খেলায় ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।
টাইপালং ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত শহিদ ওয়াসিম আকরাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ ইং এর শুভ ...
পাঠকের মতামত