প্রকাশিত: ০৪/০৯/২০১৮ ৭:৫৭ এএম

নিজস্ব প্রতিবেদক :
টেকনাফের পৌরসভার আলোচিত ৩নং ওয়ার্ডের শূন্য পদে উপ-নির্বাচন আগামি ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়-আগামী ৯ সেপ্টেম্বর রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ১০ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই ও ১৭ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ৯ সেপ্টেম্বর বিকাল ৫ টা পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র কক্সবাজার নিবার্চন অফিসে রিটার্নিং অফিসার ও টেকনাফ নিবার্চন অফিসে সহকারী রিটার্নিং অফিসার হতে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য গত ২৬ মে রাতে টেকনাফ পৌর সভার তিন বারের নিবার্চিত কাউন্সিলর একরামুল হকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ফলে মৃত্যুজনিত কারনে এ পদে উপ-নিবার্চনের তফসিল ঘোষনা করে নিবার্চন কমিশন।
টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাংবাদিক আবদুল্লাহ মনির উপ-নির্বাচনের তফসীলের সত্যতা নিশ্চিত করে বলেন-গতকাল ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে উপ নির্বাচনের পরিপত্র হাতে পেয়েছি। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া হবে।

পাঠকের মতামত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...

ঢাকায় আসছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো ...