প্রকাশিত: ১৯/০৫/২০১৬ ৯:৪১ পিএম

mail.google.comমোজাম্মেল হক বাহার, শামলাপুর::

টেকনাফ শামলাপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট ঘটনায় সন্ত্রাসী কর্মকান্ডে নুরুন্নবী নামক এক ব্যক্তির হাত কর্তন সহ একই পরিবারের ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন শামলাপুর নয়াপাড়া ঢালার মুখ এলাকার নুরুল আলম (প্রকাশ ডেবাইল্যা), নুরুল আলমের স্ত্রী হালিমা খাতুন, পুত্র নুরুন্নবী, মোহাম্মদ মোস্তফা, মেয়ে হাবিয়া বেগম, শারমিন আক্তার ও জামাতা মোহাম্মদ হানিফ। গুরুতর আহত ৪জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। গত ১৭মে রাত ১০ঘটিকার সময় শামলাপুর ঢালার মুখ এলাকায় ঘটনাটি ঘটে। আহত নুরুন্নবী জানান একই এলাকার আজিজুর রহমানের পুত্র আয়াত উল্লাহ, আমান উল্লাহ, ফারুক ও দুই মেয়ে হাসিনা এবং জাহানারা বেগম সহ সংঘবদ্ধ একটি সন্ত্রাসী সিন্ডিকেট তাদের ধারালো দা-কিরিস দিয়ে কুপিয়েছে। দেখা গেছে আহতদের প্রতিজনকে ধারালো দা দিয়ে কুপানো হয়েছে। ঘটনার পর নুরুন্নবীর কর্তনকৃত বিচ্ছিন্ন হাতের কব্জিটি রাত ১২টার সময় বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল গোফরান ও সঙ্গীয় ফোর্স উদ্ধার করে এবং আয়াত উল্লাহর মা জাহানারা বেগম ও বোন হাসিনা বেগমকে আটক করে টেকনাফ থানায় সোপর্দ করে। গোপন সূত্রে জানা যায় উল্লেখিত সন্ত্রাসী মহল এখনো এলাকায় অবস্থান করছে এবং ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে এলাকার কয়েক নেতাদের সাথে যোগসাজ করছে। আহতরা গরীব শ্রেণির হওয়ায় তদন্ত ধীর গতিতে চলছে বলে অভিযোগ করেন এলাকার সাধারণ জনমহল। আহত নুরুল আলমের মেয়ে শারমিন আক্তার জানান তাদের শেষ সম্বল বাড়ির একটি গরু বিক্রি করে চিকিৎসার যোগান দিচ্ছে। এলাকার সাধারণ মানুষ সাহায্য সহযোগিতা করে আসলেও কোন জনপ্রতিনিধি তাদের সহযোগিতা করছেনা বলেও অভিযোগ করেন আহতরা। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পাঠকের মতামত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...

ঢাকায় আসছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো ...