প্রকাশিত: ১০/০৭/২০১৬ ৯:৩৪ পিএম , আপডেট: ১০/০৭/২০১৬ ৯:৩৫ পিএম

ARIF copyমুহাম্মদ জুবাইর, টেকনাফ::
টেকনাফ সাগরে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। লাশ দুটি উদ্ধার করে ১জনের লাশ দাফন অপরজনের দাফনের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানাযায়। ৯ জুলাই টেকনাফ সদরের মহেষখালীয়া সী-বিচে গোসল করতে নামে মাদ্রাসার ৩ ছাত্র। এসময় উত্তাল ঢেউয়ের পানিতে ভেসে যায় ৩ জন। ২ জনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে গোদারবিল আনাস বিন মালেক মাদ্রাসার সদ্য সমাপ্ত শিক্ষা বর্ষের জামাতে নাহুম (৩য় শ্রেণী) এর ছাত্র হাফেজ আরিফ উল্লাহ (১৭)। সে ৭নং ওয়ার্ড ছোট হাবির পাড়া (বর্তমানে ডেইল পাড়া) ব্যবসায়ী আব্দুল করিমের পুত্র। ১০ জুলাই বিকাল ৫.৩০ মিঃ সময় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া বাঘঘোনা ঘাট থেকে তার লাশ উদ্ধার করে নিকটাত্বীয়রা ডেইল পাড়া বাড়ীতে নিয়ে আসে। লাশটি দাফনের প্রস্তুতি চলছে বলে জানায়, ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মাওঃ হাফেজ ছৈয়দুল ইসলাম।

অপরদিকে ৬ জুলাই শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ায় প্রবাসী সলিম উল্লাহর পুত্র হাফেজ আমির উদ্দীন সখের বসে মাছ শিকার করতে গিয়ে সাগরে ঢুবে তার মৃত্যু হয়। একইদিন বিকাল ৪ টায় ঘোলার টোরা নামক স্থানে জেলেরা মাছ শিকার করতে গেলে তার লাশটি জালে আটকা পড়ে। পরে স্থানীয়রা লাশটি হাফেজ আমির উদ্দীনের বলে নিশ্চিত হয়ে উদ্ধার করে ৭ জুলাই সকাল ১০টায় নামাযে জানাযা শেষে তার লাশ দাফন করা হয় বলে নিশ্চিত করেন ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার ও সাবরাং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-৩ ছেনুয়ারা বেগম। হাফেজ আমির উদ্দীন চট্টগ্রাম দারুল মা’রীফ মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র ছিল।২ মাদ্রাসার ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...

সভাপতি মোঃ হোবাইব -সাধারণ সম্পাদক ফোরকান-সাংগঠনিক কামাল মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ গঠিত

লবণ উৎপাদন বৃদ্ধি ও আমদানী নয়, নায্যামূল্যাসহ রপ্তানির লক্ষে গঠিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষি ...