প্রকাশিত: ২৮/০৯/২০২০ ৭:০০ পিএম
ফাইল ছবি

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনে নিয়োজিত এম ভি বে ক্রুজ-১ দীর্ঘ সাত মাস পর ফের চলাচল করবে। তবে করোনাভাইরাসের কারণে যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই চলাচল করবে এ জাহাজ।
কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে ১৫ অক্টোবর টেকনাফের দমদমিয়া ঘাট থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহাজটি।

জানা গেছে, ১৫ অক্টোবর থেকে প্রতিদিন সকাল সাড়ে ৯টায় টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেবে বে ক্রুজ। টেকনাফ-সেন্টমার্টিন রুটের সবচেয়ে দ্রুতগতির এ জাহাজে দুপুর ১২টার আগেই গন্তব্যে পৌঁছানো সম্ভব। বেলা তিনটায় পর্যটকদের নিয়ে পুনরায় টেকনাফ ফিরে আসবে এ জাহাজ।

বে ক্রুজ জাহাজে শীতাতপ নিয়ন্ত্রিত তিন ধরনের আসনের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রজনীগন্ধা ক্যাটাগরির ভাড়া এক হাজার ৩০০ টাকা, কৃষ্ণচূড়া এক হাজার ৪০০ টাকা ও হাসনাহেনা এক হাজার ৬০০ টাকা। ফারহান এক্সপ্রেস ট্যুরিজম এ জাহাজ পরিচালনা করে থাকে।বর্তমানে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচল করছে আরো বেশ কয়েকটি জাহাজ—এমভি গ্রিনলাইন-১, কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ, এমভি কাজল, এলসিটি কুতুবদিয়া, এমভি ফারহান ইত্যাদি। বে ক্রুজ ছাড়া অন্য জাহাজগুলো ১৫ অক্টোবর থেকে চলাচল করবে কি-না তা এখনো জানা যায়নি।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

পর্যটকে মুখরিত ইনানী সৈকত

একদিকে পর্যটন মৌসুম, অন্যদিকে মহান বিজয়ের মাস। তাই পর্যটক বেড়েছে কক্সবাজার, ইনানী ও পাটোয়ারটেক সৈকতে। ...

কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

নারী সহায়ক কর্মপরিবেশ তৈরি করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি বৈষম্যহীন ...