প্রকাশিত: ২৫/০৭/২০১৬ ৭:৩৪ এএম , আপডেট: ২৫/০৭/২০১৬ ৭:৩৫ এএম

mail.google.comআব্দুল মালেক .টেকনাফ থেকে :

টেকনাফ স্টুডেন্টস ক্লাবের পূর্ণ নতুন কমিটি গঠিত হয়। ২৪ জুলাই রোজ রবিবার বিকেল ৪ ঘটিকায় টেকনাফ আলী উল্লাহ আলো শফিং কমপ্লেক্সের হল রুমে উক্ত কমিটির ঘোষনা করেন কমিটির সভাপতি সাইফুর রহমান ভাইজান। ৫১ জন সদস্য বিশিষ্ট ক্লাবের দায়িত্বে থাকা সকল সদস্যদের নাম একে একে ঘোষনা করেন ক্লাবের সভাপতি। সভাপতি-সাইফুর রহমান ভাইজান, সিনিয়র সহ সভাপতি-নাঈম সাদেক, সহ সভাপতি- সাংবাদিক আব্দুল মালেক, সহ সভাপতি-মোহাম্মদ আলম, সহ সভাপতি-মোহাম্মদ আরফাত, সাধারণ সম্পাদক-মুহিব্বুল্লাহ, সিনিয়র যুগ্ন সম্পাদক-আহমেদ রানা, যুগ্ন সম্পাদক-এনামুল আহমেদ, যুগ্ন সম্পাদক-আহমেদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক-এম.হাতেম, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক-সাদ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক-জিহান মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক-আব্দুল আলিম, দপ্তর সম্পাদক-মোহাম্মদ সায়েম, উপ দপ্তর সম্পাদক-আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক-ইমান হোসন, উপ প্রচার সম্পাদক-নাছির, অর্থ সম্পাদক-রাশেদ খান, সহ অর্থ সম্পাদক-নিশু, ক্রীড়া সম্পাদক-ওমর সাদেক, উপ ক্রীড়া সম্পাদক-জুনায়েদ, আইন বিষয়ক-আমির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক-রবিউল আহমেদ, ধর্ম বিষয়ক-শাহ নেওয়াজ জুয়েল, সহ ধর্ম বিষয়ক-আশিকুল ইসলাম, ছাত্র বিষয়ক-মোহাম্মদ শহীদ, ছাত্রী বিষয়ক সম্পাদিকা-এসাবুল মালেক এসা, উপ ছাত্রী বিষয়ক সম্পাদিকা-রাবেয়া সুলতানা মাহি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক-মোহাম্মদ ইসলাম, স্বাস্থ্য বিষয়ক-ফায়সেল, গবেষনা বিষয়ক-ফরহাদ ইসলাম ফাহিম, উপ গবেষনা বিষয়ক-তুষার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক-আনোয়ার, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক-শফিকুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা-জুয়েল, উপ গ্রন্থনা ও প্রকাশনা-মাসুম, সমাজ কল্যাণ বিষয়ক-সাইফুল্লাহ, সহ সমাজ কল্যাণ বিষয়ক -ইব্রাহীম এবং সিনিয়র সদস্যদের মধ্যে খালেদ অভি, শফিক আলম, খোকা,আমিন খান নাহিদ, ইব্রাহী, সামির, আকিব, জাহেদ, শহিদুল্লাহ, আমান ওয়াহিদ, মোস্তাফিজুর রহমান, রাকিব, জাস্টিন মং প্রমুখ।

পাঠকের মতামত

কেন্দ্রের নির্দেশনায় উখিয়ায় পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের, কয়েকজনকে গ্রেফতার এবং ১০ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করার প্রতিবাদে ...

টেকনাফে ৩ অপহরণকারী আটক

টেকনাফ বাহারছড়ায় সম্পত্তির লোভের যড়যন্ত্রে ডাকাতের হাতে অপহৃত হওয়া বেলালকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ...

উখিয়ার ষ্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনাল, মহাসড়কের উপর চলে গাড়ি পার্কিং

উখিয়া উপজেলার স্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনালে পরিণত হয়েছে। স্টেশন গুলোতে দুপাশের সারিবদ্ধ করে রাখা হয়েছে ...

উখিয়ায় ছয় এনজিওর বিরুদ্ধে নোটিশ, স্থানীয়রা বলছেন, এটি আই ওয়াশ

বে-আইনিভাবে নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনা করার অপরাধে ছয় এনজিও’কে নোটিশ দিয়েছে বনবিভাগ। পরিবেশ ও জীব-বৈচিত্র্যের ...