প্রকাশিত: ২২/১২/২০১৬ ৭:৫১ এএম

টেকনাফ প্রতিনিধি::

টেকনাফ হাসপাতালে এক যোগে ১১ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন। এই ১১ জন সিনিয়র স্টাফ নার্সের মধ্যে মাত্র ২ জন মুসলিম, অবশিষ্ট ৯ জনই অমুসলিম উপজাতী। তম্মধ্যে আবার ১ জন নার্স সন্তান সম্ভাবা। ১১ জন সিনিয়র স্টাফ নার্স এক যোগে যোগদান করায় টেকনাফ ৫০ শয্যা হাসপাতালের দীর্ঘ বছরের ‘দুঃখ’ হিসাবে বহুল আলোচিত নার্স সংকট বহু অংশেই লাঘব হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

টেকনাফ ৫০ শয্যা হাসপাতাল সুত্রে জানা যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কতৃক ৮ ডিসেম্বর জারীকৃত নিয়োগ আদেশের শর্ত মতে টেকনাফ হাসপাতালের জন্য পোস্টিং দেয়া ১১ জন সিনিয়র স্টাফ নার্সই ১৫ ডিসেম্বর টেকনাফে যোগদান করেছেন। এরা হলেন নাইমা আক্তার, ডেইজী চাকমা, শতাব্দী চাকমা, বিট্রেলী ত্রিপুরা, নীলা চাকমা, সুজাতা চাকমা, সবিতা চাকমা, তুহেলী চাকমা, মাসুম সুলতানা, রেহানা চাকমা, প্রিয়াংকা রাণী ভৌমিক। এই ১১ জন সিনিয়র স্টাফ নার্সের চাকরী জীবনের সর্বপ্রথম কর্মস্থল হচ্ছে টেকনাফ। তম্মধ্যে নাইমা আক্তার, নীলা চাকমা, মাসুম সুলতানা এ তিন জন সিনিয়র স্টাফ নার্সের পোস্টিং হচ্ছে সেন্টমার্টিনদ্বীপের ১০ শয্যা হাসপাতালে এবং বাকি ৮ জনের পোস্টিং টেকনাফ ৫০ শয্যা হাসপাতালে।

উল্লেখ্য, টেকনাফ উপজেলায় ১ জন নার্সিং সুপারভাইজার, ১৭ জন সিনিয়র স্টাফ নার্স, ৪ জন মিডওয়াইফ, ৩ জন সহকারী নার্সের মঞ্জুরী পদ রয়েছে। ৫ জন সিনিয়র স্টাফ নার্স, ৩ জন সহকারী নার্সের পদ এখনও শুন্য রয়েছে। ১ জন নার্সিং সুপারভাইজার পদে সম্প্রতি টেকনাফ হাসপাতালে কর্মরত নার্স স্ববেতনে আদেশ মঞ্জুর করে এনেছেন বলে জানা গেছে। ইসমত আরা পারভিন নামে একজন সিনিয়র স্টাফ নার্স টেকনাফ ৫০ শয্যা হাসপাতালে এবছর শুরুর দিকে যোগদান করে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করে আর আসেননি। শাহিদা আক্তার ও মুন্নী রাণী দেব নামে ২ জন সিনিয়র স্টাফ নার্স বর্তমানে উচ্চতর প্রশিক্ষণে রয়েছেন।

পাঠকের মতামত

কেন্দ্রের নির্দেশনায় উখিয়ায় পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের, কয়েকজনকে গ্রেফতার এবং ১০ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করার প্রতিবাদে ...

টেকনাফে ৩ অপহরণকারী আটক

টেকনাফ বাহারছড়ায় সম্পত্তির লোভের যড়যন্ত্রে ডাকাতের হাতে অপহৃত হওয়া বেলালকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ...

উখিয়ার ষ্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনাল, মহাসড়কের উপর চলে গাড়ি পার্কিং

উখিয়া উপজেলার স্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনালে পরিণত হয়েছে। স্টেশন গুলোতে দুপাশের সারিবদ্ধ করে রাখা হয়েছে ...

উখিয়ায় ছয় এনজিওর বিরুদ্ধে নোটিশ, স্থানীয়রা বলছেন, এটি আই ওয়াশ

বে-আইনিভাবে নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনা করার অপরাধে ছয় এনজিও’কে নোটিশ দিয়েছে বনবিভাগ। পরিবেশ ও জীব-বৈচিত্র্যের ...