প্রকাশিত: ২৯/১০/২০১৯ ৫:৪১ পিএম

ঘোলাটে পরিস্থিতির মধ্যেই ভারত সফরে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচন করেছে বিসিবি। সাদা পোশাকে টাইগারদের নেতৃত্বে এসেছে বড় ধরনের চমক। তরুণ মুমিনুল হকের ঘাড়েই নেতৃত্বের গুরু দায়িত্ব দিয়েছে বিসিবি। অন্যদিকে, ছোট সংস্করণের খেলায় নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত এটিই বিসিবির সিদ্ধান্ত বলে যমুনা নিউজকে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু

বহুল কাঙ্ক্ষিত ভারত সফরের আগে হঠাৎই টালমাটাল বাংলাদেশের ক্রিকেট। কী হচ্ছে, কী হচ্ছে না? সবকিছুই নিয়ে এক ধরনের ধোঁয়াশা। নানা ইস্যু ঘিরে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সাথে যখন বোর্ডের দূরত্বের খবর আলোচিত হচ্ছিলো তখনই এলো নতুন খবর। আইসিসির নিষেধাজ্ঞার কবলে সাকিব! জুয়াড়ির কাছ থেকে পাওয়া অনৈতিক প্রস্তাব গোপন রাখায় এমন ব্যবস্থা। ঘটনা কতদূর গড়ায় সেটি সময়ই বলে দিবে। তবে আপাতত ভারত সফরে যাওয়া হচ্ছে না সাকিবের এটা নিশ্চিত।

এই ঝড়ের মধ্যেও মাঠের খেলার দিকে তাকাতে হচ্ছে বিসিবিকে। কারণ সাকিব যে অধিনায়ক। বিকল্প নেতা খুঁজে বের করাটাও তো একটা বড় চ্যালেঞ্জ। এ নিয়ে সিনিয়র দুই ক্রিকেকটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সাথে বৈঠকও করেছেন বোর্ড কর্তারা।

শেষ পর্যন্ত, টেস্টে দারুণ ধারাবাহিক মুমিনুল হক সৌরভই হচ্ছেন অধিনায়ক। অন্যদিকে, টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগেও বিভিন্ন সময়ই রিয়াদের মাঝে ভালো অধিনায়কত্বের সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন অনেকেই। সব ঠিক থাকলে আরও একবার সেটি প্রমাণের সুযোগ পেতে যাচ্ছেন তিনি।

তবে, হঠাৎ দায়িত্ব পাওয়া এই দুই অধিনায়কের সামনে যে কঠিন চ্যালেঞ্জ সেটি আর বলার অপেক্ষা রাখে না।

পাঠকের মতামত

দেশের বাইরে উখিয়ার রিপাসহ দুই ফুটবলারকে খেলতে পাঠাবে না বাফুফে

ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার মাসুরা ...

টেকনাফকে মাদকমুক্ত করতে খেলাধুলাই একমাত্র হাতিয়ার-জেলা প্রশাসক

অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজার জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ...

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...

ঝিমিয়ে পড়েছে কক্সবাজারের ক্রীড়াঙ্গন

কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামজুড়ে সুনশান নিরবতা। গ্যালারিতে নেই দর্শকদের উচ্ছ্বাস। চেয়ারগুলোতে জমেছে ধুলাবালি। সবুজের ...