বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
ট্যাব-মোবাইল চুরির সময় বিমানকর্মী আটক
প্রকাশিত - সেপ্টেম্বর ৪, ২০১৬ ৫:২২ পিএম
ডেস্ক রিপোর্ট ::
বাংলাদেশ বিমানের 'লস্ট এন্ড ফাউন্ড' ট্যাব-মোবাইল চুরির সময় এক বিমানকর্মীকে আটক করা হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজীনা আক্তার।
বিমানের ওই কর্মীর নাম সাদ্দাম হোসাইন (২৩)। তিনি বিমানের 'লস্ট এন্ড ফাউন্ড' এ যাত্রীদের মালামাল পাহারা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।
তানজীনা আক্তার জানান, হাজার হাজার মালামালের ভিড়ে নিজের লোভ সংবরণ করতে পারেননি সাদ্দাম। তিনি সুকৌশলে নতুন একটি ট্যাব ও দুইটি মোবাইল ফোন নিজের পকেট ও ব্যাগে ঢুকিয়ে নেন।
বিমানবন্দর এপিবিনের সিসিটিভি ক্যামেরা মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত সদস্যরা এই দৃশ্য দেখতে পান।
পরে তাৎক্ষণিক তাকে আটক করা হলে তার কাছ থেকে ট্যাব ও মোবাইল উদ্ধার করা হয়। তাকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার।
Copyright © 2024 UkhiyaNews.Com. All rights reserved.