ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন দুর্ঘটনার ভুয়া খবর সামাজিক মাধ্যমে
ঢাকা-কক্সবাজার রুটে চলাচলরত ট্রেন দুর্ঘটনার ভুয়া খবর সামাজিক মাধ্যমে প্রচার করে আতঙ্ক ছড়াচ্ছে একটি মহল। ...
নরসিংদীর শিবপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মনোহরদী-শিবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে নিহতদের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাকটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দল। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
পাঠকের মতামত