বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
ট্রেনে কাটা পড়ে রোহিঙ্গা নারীর মৃত্যু
প্রকাশিত - অক্টোবর ২৩, ২০১৬ ৭:৫১ এএম
পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : ট্রেনে কাটা পড়ে মমতাজ বেগম (২২) নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৭টায় চট্টগ্রাম জেলার পটিয়া পৌরসদরের বাহুলী এলাকায় এ ঘটনা ঘটে। মমতাজ রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী। জানা যায়, দীর্ঘদিন পটিয়া পৌর সদরের বাহুলী এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিলেন ভ্যানচালক জাহাঙ্গীর। পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসএই) নাদিম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ সকালে হাটার জন্য বের হলে দোহাজারী থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে মমতাজের শরীর সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.