চোখের কাজলের পর যে জিনিসটি ছড়িয়ে যেয়ে আমাদের মেকআপের বারোটা বাজিয়ে দেয় সেটি হচ্ছে লিপিস্টিক। আর মেকআপ করার পর সবার চোখ স্বাভাবিকভাবেই চোখ আর ঠোঁটের দিকে চলে যায়। আর এই দুই স্থানে যদি একটু ওলট-পালট কিছু হয় তাহলে সবার আগে সেখানেই চোখ পরে। আর ঠোঁটে ছড়িয়ে যাওয়া লিপিস্টিক ঠিক করতে গেলে মুখের মেকআপ আরো নষ্ট হয়ে যায়। তাই আজ আপনাদের জানাবো ঠোঁটে লিপিস্টিক ছড়িয়ে গেলে তা ঠিক করার কিছু টিপস।
যা করতে হবে:
মেকআপ শুরু করার প্রথমেই ঠোঁটে লিপজেল ও নরম কাপড় দিয়ে আলতো করে ঘষে ঠোঁটের মড়া চামড়া তুলে নিয়ে তারপর মেকআপ করে নিন।
লিপস্টিক দেয়ার আগে একটি ম্যাট লিপলাইনার দিয়ে ভালো করে ঠোঁট একে নিন। এতে করে একটি বাউন্ডারি তৈরি হয়ে যাবে। এরপর সাবধানে ভালো করে ঠোঁটে লিপস্টিক দিয়ে নিন।
লিপস্টিক দেয়া শেষ হলে একটি ব্রাশে পাউডার লাগিয়ে ঠোঁটের উপরে আলতো করে বুলিয়ে নিন। এতে করে লিপস্টিকের উপরের বাড়তি ময়েশ্চার শুকিয়ে যাবে এবং খুব সহজে লিপস্টিক ছড়াবে না।
এরপর একটি কনসিলার ব্রাশে খুব সামান্য কনসিলার লাগিয়ে ঠোঁটে বাইরের দিকটি লিপলাইনারের মতো করে একে নিন। এতে করে লিপস্টিক আর বাউন্ডারির বাহিরে আসবে না।
আরো কিছু টিপস:
তৈলাক্ত ত্বকের জন্য যদি লিপস্টিক ছড়িয়ে যাওয়ার খুব বেশি ভয় থাকে তাহলে ম্যাট লিপস্টিক ব্যবহার করাই ভালো।
অতিরিক্ত লিপস্টিক ব্যবহারের কারণে খুব সহজেই লিপস্টিক ছড়িয়ে যায়। তাই খুব বেশি লিপস্টিকের প্রলেপ দেবেন না।
পোশাকের সাথে মেচিং হলেই চেষ্টা করুন হালকা লিপিস্টিক ব্যবহার করতে। তাহলে ছড়ালেও খুব একটা চোখে পরবে না।
খুব পাতলা বা চিকোন ঠোঁট হলে লিপগ্লোস লা দিলেই বুদ্ধিমানের কাজ করবেন।
পাঠকের মতামত