ডেস্ক রিপোর্ট ::
থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় একটি স্কুলের ডরমেটরিতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় অন্তত ১৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর বিবিসির। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সময় ডরমেটরিতে ৩৮ জন ছাত্রী ছিল, যাদের বয়স ৫ থেকে ১৩ বছর। রোববার সন্ধ্যার এ ঘটনায় এখনও দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তাদের অনুসন্ধানে দমকল বাহিনী কাজ করছে। এছাড়া মরদেহগুলো এবং এ ঘটনায় আহত ৫ শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশের কর্নেল প্রায়াদ সিঙ্গসিন বলেন, আগুন লাগার এই ঘটনার তদন্ত চলছে। চাইয়ঙ্গ রেই-এর ডেপুটি গভর্নর আরকম সুকাপান জানান, কিছু শিক্ষার্থী তখনও জেগে ছিল। এ কারণে তারা সেখান থেকে বের হতে সক্ষম হয়। তিনি আরও বলেন, ‘কিন্তু অন্যরা ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি। এ কারণেই উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে।’ স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, চাইয়ঙ্গ রেই-এ দুইতলা ওই ভবনটিতে লাগা আগুন দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এই স্কুলটি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। আর এখানকার বেশিরভাগ শিক্ষার্থী উপজাতীয়।
পাঠকের মতামত