প্রকাশিত: ৩০/০৩/২০২২ ৯:৫৭ এএম

আমি তো কবি কয়েক মুহূর্ত

আমার কবিতাও থাকবে কয়েক মুহূর্ত

আমার আগেও তো ছিল কত কবি

তারা এসেছে আবার চলেও গেছে

সবাই তো কেবল মহাকালের একটা অংশ

কোন একদিন বাকিদের মতো আমারও হবে বিদায়

কোন একদিন আমার থেকেও ভালো কবি আসবে

কোন একদিন তোমাদের থেকেও ভাল পাঠক আসবে

সেই দিন আমার বা আমাদের কথা কেউ কি মনে রাখবে

আমি তো কবি কয়েক মুহূর্ত

আমার কবিতাও থাকবে কয়েক মুহূর্ত

পাঠকের মতামত

আসলে কি বয়কট করছি!

আমরা বাঙালি নতুন ইস্যু পেলে দৌড়ে তা দেখার জন্য উৎকণ্ঠা প্রকাশ করি। আজ বয়কট নিয়ে ...