প্রকাশিত: ২৯/১০/২০২১ ১০:০০ এএম

বয়সে তরুণ,সম্ভাবনা অনেক। সামনে সাফল্যের হাতছানি। সম্ভাবনাময় উখিয়া হাসপাতালে তরুণ এই ডাক্তারের কথা না বললেই যেন নয়।

উখিয়ার ছেলে বলেই হয়তো টানটা একটু বেশী। আসলে তাকে পেয়ে হাসপাতালে আসা বয়োবৃদ্ধ থেকে শুরু করে নারী-পুরুষ সবাই খুশি।
বলছিলাম উখিয়ার গর্ব ডাঃ মহিউদ্দিন মুহিনের কথা। তাকে নিয়ে অনেক আগেই লিখা উচিত ছিল, লিখবো লিখবো বলে হয়ে উঠেনি।
উখিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তিনি। তার ছোঁয়ায় হাসপাতালের সেবায়ও পরিবর্তনের ছোঁয়া লেগেছে । অবশ্য ডাঃ রঞ্জন বড়ুয়া, ডাঃ শাওন,ডাঃ এহসান সিকদার,ডাঃ গালিব,ডাঃ জীবনসহ অন্যান্য ডাক্তারদের সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বয়ের ফলে উখিয়া হাসপাতালের চিকিৎসা সেবা অন্য যে কোন সময়ের চেয়ে ভালো।
আমি নিশ্চিত করে বলতে পারি, ডাক্তার মুহিনদের মতো ডাক্তার থাকলে যে কোন হাসপাতালের সেবায় পরিবর্তন আসবেই। ডাক্তার সম্পর্কে মানুষের ধারণা পাল্টাবে। মানুষ কাঙ্খিত সেবা পাবে,এভাবেই চিত্র পাল্টাবে, এগিয়ে যাবে দেশ।

লেখক -সাংবাদিক সরওয়ার আলম শাহীন

সাবেক সভাপতি, উখিয়া প্রেসক্লাব

লিখাটি লেখকের ফেইসবুক আইডি থেকে নেওয়া

পাঠকের মতামত

আসলে কি বয়কট করছি!

আমরা বাঙালি নতুন ইস্যু পেলে দৌড়ে তা দেখার জন্য উৎকণ্ঠা প্রকাশ করি। আজ বয়কট নিয়ে ...