প্রকাশিত: ০১/১২/২০১৯ ১:৫৩ পিএম

যাত্রী চাহিদা ও পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীর বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ১লা ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ৬টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

বর্তমানে কক্সবাজার রুটে প্রতিদিন ৫টি করে ফ্লাইট পরিচালনা করছে। নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, যশোর রুটে ৫টি, ক্সসয়দপুর রুটে ৫টি, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিন্ম ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা,যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা, বরিশাল ২৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ৯,৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছে।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

পর্যটকে মুখরিত ইনানী সৈকত

একদিকে পর্যটন মৌসুম, অন্যদিকে মহান বিজয়ের মাস। তাই পর্যটক বেড়েছে কক্সবাজার, ইনানী ও পাটোয়ারটেক সৈকতে। ...

কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

নারী সহায়ক কর্মপরিবেশ তৈরি করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি বৈষম্যহীন ...