ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৮/২০২৪ ৭:৪০ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধানগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক।

বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।

রাষ্ট্রপতি জানান, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্ঠামণ্ডলীর অন্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন। এছাড়া তিনি অন্তবর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন। রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘আগামী ২৪ ঘণ্টা বা তারও কিছু সময়ের মধ্যেই অন্তবর্তীকালীন সরকারের সব সদস্যদের নাম চূড়ান্ত করা হবে এবং শপথ অনুষ্ঠানের আয়োজন হতে পারে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে ড. মুহাম্মদ ইউনুস বিদেশে রয়েছেন। তিনি আগামীকাল আসার সম্ভাবনা আছে।’

নাহিদ বলেন, ‘আজ ছাত্ররা সারাদেশে ট্রাফিকিং নিয়ন্ত্রণের জন্য কাজ করেছেন এবং দেশের মন্দির পাহারা দিয়েছেন এই বিষয়টি মহামান্যর সঙ্গে বৈঠকে প্রশংসা পেয়েছে।’

আগামী দিনেও ছাত্র জনতাকে একটি শান্তিপূর্ণ দেশ গঠনের সহযোগিতা করার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘সব ধরনের সহিংসতা অরাজকতা বন্ধে সবাইকে সজাগ থাকতে হবে। কোনোভাবে রাষ্ট্রীয় সম্পদ থানা কোথাও যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সবাইকে সজাগ থাকতে হবে।’

এ বিষয়ে বৈঠকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দিন খান আমাদের সময়কে বলেন, ‘ড. মো ইউনূসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তবর্তীকালীন সরকার পূর্নাঙ্গ করা হবে। তারা দ্রুতই কাজ শুরু করবেন।’

সরকারের মেয়াদ কতদিন হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। পূর্নাঙ্গ হওয়ার পর তারা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

পাঠকের মতামত

পর্যটকে মুখরিত ইনানী সৈকত

একদিকে পর্যটন মৌসুম, অন্যদিকে মহান বিজয়ের মাস। তাই পর্যটক বেড়েছে কক্সবাজার, ইনানী ও পাটোয়ারটেক সৈকতে। ...

কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

নারী সহায়ক কর্মপরিবেশ তৈরি করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি বৈষম্যহীন ...

ইসলামী উইন্ডো থেকে গ্রাহকের ১৮ কোটি টাকা আত্মসাৎ সোনালী ব্যাংক কক্সবাজারের উপমহাব্যবস্থাপকসহ টাকা লুট করলেন কর্মকর্তারা

আলমগীর কবির ২০১৯ সালে সোনালী ব্যাংক থেকে একটি ঋণের জন্য আবেদন করেন। আবেদন যাচাই বাছাই ...