ছুটি শেষে আগামী সোমবার শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে ফিরবেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার (২০ নভেম্বর) কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১৬ নভেম্বর বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে স্ত্রীসহ শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত।
মার্কিন রাষ্ট্রদূতের হঠাৎ ওই সফর ঘিরে নানা আলোচনা আছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদূত পিটার হাসকে তলব করেছে ওয়াশিংটন প্রশাসন। এজন্য জরুরি ভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্র যাবেন তিনি।
তবে দূতাবাসের একটি নির্ভরযোগ্য সূত্র তার সফরের দিনই জানান, বিষয়টি সঠিক নয়। কয়েকটি গণমাধ্যম নিজেদের মতো করেই এ নিয়ে সংবাদ প্রচার করছে। তিনি (পিটার হাস) ওয়াশিংটন যাচ্ছেন না। শ্রীলঙ্কা হয়ে ঢাকা ফিরবেন। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী ছুটিতে তিনি শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন।
বৃহস্পতিবার বিকালে নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কোথায় আছেন তা জানে সরকার। তবে তিনি কোথায় আছেন তা প্রকাশ করবে না পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি বলেন, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। আবার বাংলাদেশের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, তখন যে দেশে কাজ করেন, সেখানে অবগত করেন।